Road
কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলাকে যুক্ত করে নির্মিত সড়কটি পাল্টে দিয়েছে হাওরের দৃশ্যপট।

দৃষ্টিনন্দন সড়কটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন পর্যটকরা। পর্যটন সম্ভাবনার পাশাপাশি, সারা দেশের সঙ্গে সড়কপথে হাওরের যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে। আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সড়কটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

হাওরের বুক চিরে পিচঢালা পথ। বর্ষায় দু’পাশে থৈ থৈ পানি। দূরে দ্বীপের মতো ভেসে থাকা গ্রাম, হিজল বন। সব মিলিয়ে এক অপরূপ দৃশ্য। কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলাকে যুক্ত করে নির্মিত হয়েছে ‘অল ওয়েদার সড়ক’।

সড়কটি নির্মাণের ফলে হাওরাঞ্চলের মানুষের যাতায়াত সহজ হয়েছে, বেড়েছে কর্মসংস্থান। আর পর্যটনের বিপুল সম্ভাবনার দুয়ার। অপরূপ সৌন্দর্য দেখতে প্রতিদিন হাজারো পর্যটকের ভিড় হাওরে।

  কুষ্টিয়া চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

‘অল ওয়েদার’ সড়কটি উদ্বোধনের খবরে খুশি হাওরের মানুষ  পর্যটনের বিশাল সম্ভাবনার কথা জানান স্থানীয় সংসদ সদস্য।

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়কটি ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে উদ্বোধন করবেন। সড়কটির উদ্বোধনে হাওরবাসী উচ্ছ্বসিত বলেও জানান সংসদ সদস্য।

গেল অর্থবছরে প্রায় ৯০০ কোটি টাকা ব্যয়ে ৩০ কিলোমিটার দীর্ঘ ‘অল ওয়েদার’ সড়কটি নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ। সংশ্লিষ্টরা জানায়, সড়কটি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর পর্যন্ত বাড়ানো হবে। এতে ঢাকা-সিলেট মহাসড়কের সঙ্গে সরাসরি যুক্ত হবে কিশোরগঞ্জের হাওরাঞ্চল।

আমাদের বাণী ডট কম/৮ অক্টোবর ২০২০/পিপিএম