বসন্ত রুপে
মোঃ জসিম উদ্দীন

হিম ঠাণ্ডায় খেজুর গুড়ের খেলো যে পিঠাপুলি
প্রভাত ফেরিতে নতুন জামাই সঙ্গেও মেয়ে তুলি।

জামাই-মেয়ে নিলে বিদায় অমনি ঝরে ওই পাতা
বৃদ্ধরা হাঁফ ছেড়ে বাঁচেন সরিয়ে লেপ আর কাঁথা।

যৌবন ফিরে দেখা মেলে গাছের কচি আভায়
নবরূপে সজ্জিত হয়ে সে দেয় যে শীতের বিদায়।

পাখিদের কলকাকলি শুনে যে ভ্রমরের গুনগুন
আমের বোলে মৌচুষকি মাতে করব না কভু খুন।

নীলপদ্ম সাদাপদ্ম মল্লিকা বকুলের ঘ্রাণ
অশোক শিমুল পলাশ ফুলে বাঁচায় প্রকৃতির প্রাণ

আউলা-ঝাউলা বাতাসে উড়ে চুল ও বধুর ঘোমটা
কুহু সুরে গেয়ে মাতিয়ে কোকিল বসন্ত রূপে মনটা।

আমাদের বাণী/আ-আ-হ-মৃধা

 

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।