রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভায় ডাক্তা মহল্লায় ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও তার লোকজনের হামলায় আ’লীগের ৫ নেতাকর্মী আহত হয়েছ্। আহতরা হলেন, স্থানীয় ওয়ার্ড আ’লীগ নেতা মকবুল হোসেন (৪৮),আতিকুর রহমান (২৪), আজিজার রহমান (৫৫)। অপর দিকে ওয়ার্ড বিএনপি’র সভাপতি নফেল আলী (৪২) আহত হয়েছে বলে জানা গেছে।
আহতদের উদ্ধার করে স্থানীয় ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে। ওই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারো রক্তক্ষয়ী সংঘর্ষে আশংক করছে এলাকাবাসী।
খোঁজ নিয়ে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যায় বাড়ির আবর্জনা ফেলাকে কেন্দ্র করে স্থানীয় আ’লীগ নেতা মকবুর হোসেনের সাথে একই এলাকার ওয়ার্ড বিএনপি’র সভাপতি নফেল আলীর ঝগড়া হয়। ঝগড়াকে কেন্দ্র করে ওয়ার্ড বিএনপি’র সভাপতি নফেল আলী আ’লীগ নেতা মকবুল হোসেনকে চর মারে। চর মারাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজনার এক পর্যায়ে হাতাহাতি শুরু হলে ওয়ার্ড বিএনপি’র সভাপতি নফেল আলীর নির্দেশে তার ভাই তোফাজ্জল হোসেন তোফা, ছেলে মোসাদ্দেক আলীসহ বিএনপি’র অন্যান্য নেতাকর্মীরা ধারালো অস্ত্র নিয়ে আ’লীগ নেতা মকবুল হোসেনসহ তার লোকজনের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স বাগমারাতে পাঠিয়ে দেয়। আ’লীগ নেতা মকবুল হোসেনের অবস্থা আশংক জনক হওয়ায় বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার ওসি আতাউর রহমার বলেন, ওই বিষয়ে থানায় এখনো কেউ আসেনি। লিখিত অভিযোগ পেলে তিনি আইনগত ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।
আমাদের বাণী/আ-আ-মা