রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা সদর ইউনিয়নের শাপলা ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার সহ দু’টি আইসক্রীম ফ্যাক্টরীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার দুপুরে অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলামের পরিচালিত ভ্রাম্যমান অভিযানে বালিয়াকান্দি সদর ইউনিয়নের হাসপাতাল রোডে শাপলা ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার ও সেতু সুপার আইসক্রীম এবং পল্লব সুপার আইসক্রীম ফ্যাক্টরীতে এই জরিমানা করা হয়।

সেবার মূল্যের তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা ও সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯-৫২ ধারায় শাপলা ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টানকে ৩০ হাজার টাকা, ৩৭ ধারায় সেতু সুপার আইসক্রীম ফ্যাক্টরীকে ৫ হাজার টাকা এবং পল্লব সুপার আইসক্রীম ফ্যাক্টরীকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এসময় জেলা সেনিটেশন ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্যে পরিদর্শক সূর্য কুমার প্রামানিক ও উপজেলা সেনিটেশন ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্যে পরিদর্শক মোঃ পনিরুজ্জামান পনিরসহ পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা কে সহযোগিতা করে।

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।