রাজবাড়ীর বালিয়াকান্দিতে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ ২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে “স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ (১৬-২০ এপ্রিল) অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা এএসএম আব্দুল্লাহ আল মুরাদের সভাপতিত্বে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা।

এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মঞ্জুর সোয়েব খান, স্বাস্থ্য পরিদর্শক মো: আব্দুর রশিদ মৃধা, বালিয়াকান্দি কলেজের সাবেক অধ্যক্ষ বিনয় কুমার চক্রবর্তী, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ পনিরুজ্জামান। ২০ এপ্রিল পর্যন্ত চলা স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসুচি গ্রহন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় সম্প্রচার করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজা জানান, বালিয়াকান্দি বাসী যাতে স্বাস্থ্য সুবিধার বাইরে না থাকে এ বিষয়ে সকলকে আন্তরিক থাকার নির্দেশনা দেন। এছাড়াও মসজিদের ইমামদেরকে স্বাস্থ্য সপ্তাহ নিয়ে যাতে সবার মাঝে আলোচনা করা হয়।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।