রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেনাই গ্রামে মেহেগনি বাগানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে বাগান মালিক আঃ রাজ্জাক তফাদার বালিয়াকান্দি থানায় অভিযোগ দায়ের করলে ওই দুর্বৃত্তরাতাকে হত্যার হুমকী দিযেছে।

বাগান মালিক আঃ রাজ্জাক তফাদার বালিয়াকান্দি থানায় ইসলামপুর ইউনিয়নের তেনাই গ্রামের মৃত আহমদ আলী তরফদারের পুত্র। সে জানায়, ১০ বছর আগে বাড়ীর ২শ গজ দুরের এক একর জমিতে মেহগনি চারা রোপন করে। বর্তমান তার গাছগুলো বেশ বড় হয়ে উঠেছে। গত দু সপ্তাহ ধরে সে বাগানটিতে গমের বিচালি সংরক্ষন করছে। গত মঙ্গলবার বিকেলে নাশকতার করে বাগানটি ধ্বংষের উদ্দেশ্যে আনিস মুন্সি ও জাহানগীর ফকির সংরক্ষিত গমের বিচালিতে আগুন ধরিয়ে দেয় । পরে এলাকাবাসী এগিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রন করে। আনিস কালুখালী উপজেলার কাটাবাড়ীয়া গ্রামের আলতাব মুন্সীর ছেলে। এছাড়া জাহানগীর ফকির ওই একই গ্রামের ভেজালে ফকিরের ছেলে।

রাজ্জাক তফাদার জানায়, ঘটনার পরদির সে বালিয়াকান্দি থানায় তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করায় তাকে হত্যার হুমকী দিচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় মহিলারা জানায়, আনিস মুন্সি ও জাহানগীর ফকির বখাটে প্রকৃতির ছেলে। তারা প্রায়ই রাজ্জাকের মেহগনি বাগানে বসে গাঁজা সেবন করে।

আনিস মুন্সি ও জাহানগীর ফকিরের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাদের বাড়ীতে পাওয়া যায়নি।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।