রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নে নলিয়া গ্রাম খাদ্য গুদামে খাদ্য মন্ত্রনালয় কতৃক সরাসরি কৃষকের নিকট হইতে সরকারী ভাবে ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১ টায় প্রধান অতিথি হিসেবে ২৬ টাকা কেজি দরে ধান সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুম রেজা।
ধান সংগ্রহের উদ্বোধনের সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, নলিয়া গ্রাম খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াজিউর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আকরাম হোসেন, মোঃ জাহিদুল ইসলামসহ কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুম রেজা বলেন, সরকারী নির্দেশ মতে
খাদ্য মন্ত্রনালয় কতৃক ২৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকের নিকট হইতে ধান সংগ্রহ করা হচ্ছে। এবছর কৃষকদের কাছ থেকে ২৪ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। যাতে প্রকৃত কৃষকরা সহজে গুদামে ধান দিতে পারে সেদিকে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।