ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মিতব্য ভবন উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদে একযোগে সব ভবনসমূহের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: দবিরুল ইসলাম এমপি।
বিদ্যালয়গুলো হলো-রুপগঞ্জ বড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বানাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, লংকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধুপুর-৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাগেশ্বরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভানোর দিঘীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝিকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভানোর দিঘীর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ও উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধিনে বিদ্যালয়গুলো নির্মাণ কাজ বাস্তবায়ন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান মাসুদ, উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাজিউর রহমান জেহাদ রাজু , সহ উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]