বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে নিজেদের প্রথম তিন ম্যাচেই হারের স্বাদ পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অবশেষে জয়ের দেখা পেল দলটি। লিটন দাস ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ভর করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৬ উইকেটে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। 

সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রামের দেওয়া ১৩৬ রানের লক্ষ্যে কুমিল্লা পৌঁছে ১৫ বল হাতে রেখে। ওপেনার লিটন দাস ২২ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। অপর ওপেনার মোহাম্মদ রিজওয়ান মাঠ ছাড়েন দলকে জিতিয়ে। ৩৫ বলে হার না মানা ৩৭ রানের ইনিংস খেলেন এই পাকিস্তানি তারকা। জাকের আলী অনিক খেলেছেন ২২ রানের ইনিংস।

বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

কুমিল্লা ভিক্টোরিয়ান্স
কুমিল্লা ভিক্টোরিয়ান্স

এর আগে, বল হাতে নিজেদের কাজটা সেরে রাখে কুমিল্লা। নিয়ন্ত্রিত বোলিংয়ে  চট্টগ্রামকে ১৩৫ রানে আটকে দেয় ইমরুল কায়েসের দল। চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম চৌধুরী ২৩ বলে একটি ছক্কা ও চারটি চারের সাহায্যে হার না মানা ৩৭ রানের ইনিংস খেলেন তিনি। মেহেদী হাসান রানা ৮ বলে ১৩ রান করে ইনিংসের শেষ বলে রান আউট হন। এ ছাড়া ওপেনার ম্যাক্স ও’দউদ ২৪ বলে ২৪, আফিফ হোসেন ২১ বলে ২৯ ও দারবিস রাসুলি ১১ রান করেন।BVB H67U RVB5

অপরদিকে, ব্যাট হাতে চরম পর্যায়ের বাজে ফর্মে আছেন সৌম্য সরকার। কোনোভাবেই ব্যাট হাতে ঝড় তুলতে পারছেন না এই বাঁ-হাতি ব্যাটসম্যান। জাতীয় দল তো দূরে থাকুক ঘরোয়া টুর্নামেন্টগুলোতেও রীতিমতো সংগ্রাম করছেন সৌম্য।

সৌম্য সরকার
সৌম্য সরকার

বয়সের কোটা উনত্রিশ পেরিয়েছে জাতীয় দলের এই ক্রিকেটারের। ত্রিশ ছুঁতে বাকি নেই মাস দুয়েকও। বলা হয়ে থাকে যে, কোনো ক্রিকেটার ত্রিশ বছর বয়সে নিজের সেরা ফর্মে পৌঁছান। অথচ সৌম্যের ক্ষেত্রে বিষয়টি হয়েছে ভিন্ন।

বয়স ত্রিশ ছুঁতে যাচ্ছে, অথচ ব্যাট হাতে সৌম্য সময়ের সঙ্গে যেন আরও পিছিয়ে যাচ্ছেন। বল হাতেও অসাধারণ কিছু করতে পারছেন না। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে তো ব্যাট-বলে যাচ্ছেতাই পারফরম্যান্সের কারণে মোহামেডান স্পোর্টিং ক্লাব এই ক্রিকেটারকে বসিয়ে দিতে বাধ্য হয়েছে।

তবুও অস্ট্রেলিয়া কন্ডিশন বিবেচনায় সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে জাতীয় দলে সুযোগ মিলেছে। কিন্তু সেই সুযোগও যথার্থ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন সৌম্য। প্রায় ১ বছর পর জাতীয় দলে ফিরে ৬ টি-টোয়েন্টিতে রান করতে পেরেছেন মোটে ৭৬।

এরমধ্যে সর্বোচ্চ ছিল মাত্র ২৩ রান। শূন্য রানেও আউট হয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে। সেখান থেকে এনসিএলে ফিরেও হতাশ করেছেন সৌম্য। এরমধ্যে ৭১ রানের একটি ইনিংস ছাড়া বেশ বাজে সময় কাটিয়েছেন সৌম্য। একই ধারাবাহিকতা ধরে রেখেছেন বিপিএলেও।

চলতি বিপিএলে ঢাকা ডমিনেটর্সে সুযোগ মিলেছে সৌম্যের। দলটির হয়ে এখন পর্যন্ত চার ম্যাচে মাঠে নেমেছেন সৌম্য। যেখানে রান করতে পেরেছেন সবমিলিয়ে ২৬। কেবল ব্যাটিংয়ে বাজে ফর্ম নয় সৌম্যের আত্মবিশ্বাসও তলানিতে মনে হচ্ছে বর্তমানে।

ব্যাট হাতে ঠিকমতো টাইমিং করতে না পারা, রিফ্লেক্স কমে যাওয়ার মতো ঘটনা বেশ দৃষ্টিকটু ভাবে চোখে ধরা পড়ছে। এর সঙ্গে আউট হওয়ার পর মেনে নিতে না পারা, আম্পায়ারের সিদ্ধান্তকে প্রত্যেকবার প্রশ্নবিদ্ধ করে ফিরে যাওয়াটাও চোখের জন্য আরামদায়ক হচ্ছে না।