৬ জানুয়ারি থেকে শুরু হওয়া টুর্নামেন্টটি বাংলাদেশ ছাড়াও সরাসরি দেখা যাবে ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাসহ বিশ্বের প্রায় সব দেশে। এমনকি অ্যাপসেও হবে লাইভ স্ট্রিমিং। মাঠের খেলায় স্বচ্ছতা আনতে থাকবে অত্যাধুনিক সব ব্যবস্থা।
সবচাইতে গুরুত্বপূর্ণ ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস থাকছে টুর্নামেন্টের শুরু থেকেই। ২০ থেকে ৩৬টি ক্যামেরা মাঠে তীক্ষ্ণদৃষ্টিতে, ছোট ছোট বিষয়ও নিখুঁতভাবে তুলে আনবে আপনার সামনে।
স্পাইডারক্যাম না থাকলেও আল্ট্রা মোশন, সুপার স্লো মোশন, জিং বেল, বল ট্র্যাকিং সব প্রযুক্তির হবে সর্বোচ্চ ব্যবহার। এমনকি কমেন্ট্রিবক্সেও থাকছে চমক।
৬ জানুয়ারি থেকে শুরু হওয়া টুর্নামেন্টটি বাংলাদেশ ছাড়াও সরাসরি দেখা যাবে ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাসহ বিশ্বের প্রায় সব দেশে। এমনকি অ্যাপসেও হবে লাইভ স্ট্রিমিং। মাঠের খেলায় স্বচ্ছতা আনতে থাকবে অত্যাধুনিক সব ব্যবস্থা।
বিপিএল ২০২৩
আগামী ৬ জানুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। টুর্নামেন্টের ফাইনাল ১৬ ফেব্রুয়ারি। শনিবার টুর্নামেন্টের সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টুর্নামেন্টের সাত দল- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট স্ট্রাইকার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস, রংপুর রাইডার্স, ঢাকা ডমিনেটরস, খুলনা টাইগার্স ও ফরচুন বরিশাল ।
আগেরবারের মতোই বিপিএল হবে তিনটি ভেন্যুতে—ঢাকার মিরপুর, চট্টগ্রাম ও সিলেটে। ৬ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত চলবে ঢাকার প্রথম পর্ব। চট্টগ্রাম পর্বে খেলা হবে ১৩ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত। এরপর ২৩ ও ২৪ জানুয়ারি দুদিনের জন্য ঢাকায় ফিরে বিপিএল যাবে সিলেটে। ২৭ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বিপিএলের সিলেট-পর্ব।
ঢাকায় তৃতীয় পর্ব শুরু হবে ৩ ফেব্রুয়ারি। সে দফায় হবে কোয়ালিফায়ার, এলিমিনেটর ও ফাইনাল ম্যাচও। ১২ ফেব্রুয়ারি এলিমিনেটর ম্যাচের পর হবে প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার ১৪ ফেব্রুয়ারি। ফাইনালসহ প্লে-অফে সব কটি ম্যাচের জন্যই রাখা হয়েছে রিজার্ভ ডে।
দ্বিতীয় কোয়ালিফায়ার যেদিন হবে সেদিন ছাড়া প্রতিদিনই দুটি করে ম্যাচ। সপ্তাহে শনি থেকে বৃহস্পতিবার দিনের ম্যাচগুলো শুরু হবে বেলা ২টায়, শুক্রবারের ম্যাচগুলো শুরু হবে বেলা আড়াইটায়। শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সোয়া ৭টায়, সপ্তাহের বাকি ম্যাচগুলো শুরুর সময় সন্ধ্যা ৭টা।
২০২৩ বিপিএল সময় সূচির তালিকা
বিপিএলে কবে, কোথায়, কার খেলা কখন বিস্তারিত দেখে নিন – ৬ জানুয়ারি শুরু বিপিএল, ফাইনাল ১৬ ফেব্রুয়ারি
তারিখ | ম্যাচ | ভেন্যু | সময় |
---|---|---|---|
৬ জানুয়ারি, ২০২৩ | চট্টগ্রাম–সিলেট | ঢাকা | বেলা ২–৩০ মি. |
কুমিল্লা–রংপুর | ঢাকা | সন্ধ্যা ৭–১৫ মি. | |
৭ জানুয়ারি, ২০২৩ | ঢাকা –খুলনা | ঢাকা | বেলা ২টা |
বরিশাল–সিলেট | ঢাকা | সন্ধ্যা ৭টা | |
৮ জানুয়ারি, ২০২৩ | বিরতি | ||
৯ জানুয়ারি, ২০২৩ | কুমিল্লা–সিলেট | ঢাকা | বেলা ২টা |
চট্টগ্রাম–খুলনা | ঢাকা | সন্ধ্যা ৭টা | |
১০ জানুয়ারি, ২০২৩ | বরিশাল–রংপুর | ঢাকা | বেলা ২টা |
ঢাকা –সিলেট | ঢাকা | সন্ধ্যা ৭টা | |
১১ জানুয়ারি, ২০২৩ | বিরতি | ||
১২ জানুয়ারি, ২০২৩ | বিরতি | ||
১৩ জানুয়ারি, ২০২৩ | চট্টগ্রাম–বরিশাল | চট্টগ্রাম | বেলা ২–৩০ মি. |
খুলনা–রংপুর | চট্টগ্রাম | সন্ধ্যা ৭–১৫ মি. | |
১৪ জানুয়ারি, ২০২৩ | কুমিল্লা–বরিশাল | চট্টগ্রাম | বেলা ২টা |
চট্টগ্রাম–ঢাকা | চট্টগ্রাম | সন্ধ্যা ৭টা | |
১৫ জানুয়ারি, ২০২৩ | বিরতি | ||
১৬ জানুয়ারি, ২০২৩ | ঢাকা –সিলেট | চট্টগ্রাম | বেলা ২টা |
চট্টগ্রাম–কুমিল্লা | চট্টগ্রাম | সন্ধ্যা ৭টা | |
১৭ জানুয়ারি, ২০২৩ | খুলনা–রংপুর | চট্টগ্রাম | বেলা ২টা |
কুমিল্লা–সিলেট | চট্টগ্রাম | সন্ধ্যা ৭টা | |
১৮ জানুয়ারি, ২০২৩ | বিরতি | ||
১৯ জানুয়ারি, ২০২৩ | কুমিল্লা–ঢাকা | চট্টগ্রাম | বেলা ২টা |
বরিশাল–রংপুর | চট্টগ্রাম | সন্ধ্যা ৭টা | |
২০ জানুয়ারি, ২০২৩ | চট্টগ্রাম–খুলনা | চট্টগ্রাম | বেলা ২–৩০ মি. |
ঢাকা –বরিশাল | চট্টগ্রাম | সন্ধ্যা ৭–১৫ মি. | |
২১ জানুয়ারি, ২০২৩ | বিরতি | ||
২২ জানুয়ারি, ২০২৩ | বিরতি | ||
২৩ জানুয়ারি, ২০২৩ | চট্টগ্রাম–রংপুর | ঢাকা | বেলা ২টা |
কুমিল্লা–ঢাকা | ঢাকা | বেলা ২টা | |
২৪ জানুয়ারি, ২০২৩ | বরিশাল–সিলেট | ঢাকা | বেলা ২টা |
ঢাকা –খুলনা | ঢাকা | সন্ধ্যা ৭টা | |
২৫ জানুয়ারি, ২০২৩ | বিরতি | ||
২৬ জানুয়ারি, ২০২৩ | বিরতি | ||
২৭ জানুয়ারি, ২০২৩ | রংপুর–সিলেট | সিলেট | বেলা ২–৩০ মি. |
চট্টগ্রাম–বরিশাল | সিলেট | সন্ধ্যা ৭–১৫ মি. | |
২৮ জানুয়ারি, ২০২৩ | কুমিল্লা–খুলনা | সিলেট | বেলা ২টা |
চট্টগ্রাম–সিলেট | সিলেট | সন্ধ্যা ৭টা | |
২৯ জানুয়ারি, ২০২৩ | বিরতি | ||
৩০ জানুয়ারি, ২০২৩ | ঢাকা –রংপুর | সিলেট | বেলা ২টা |
খুলনা–সিলেট | সিলেট | সন্ধ্যা ৭টা | |
৩১ জানুয়ারি, ২০২৩ | ঢাকা –বরিশাল | সিলেট | বেলা ২টা |
কুমিল্লা–খুলনা | সিলেট | সন্ধ্যা ৭টা | |
১ ফেব্রুয়ারি, ২০২৩ | বিরতি | ||
২ ফেব্রুয়ারি, ২০২৩ | বিরতি | ||
৩ ফেব্রুয়ারি, ২০২৩ | বরিশাল–খুলনা | ঢাকা | বেলা ২–৩০ মি. |
ঢাকা –রংপুর | ঢাকা | সন্ধ্যা ৭–১৫ মি. | |
৪ ফেব্রুয়ারি, ২০২৩ | চট্টগ্রাম–কুমিল্লা | ঢাকা | বেলা ২টা |
রংপুর–সিলেট | ঢাকা | সন্ধ্যা ৭টা | |
৫ ফেব্রুয়ারি, ২০২৩ | বিরতি | ||
৬ ফেব্রুয়ারি, ২০২৩ | বিরতি | ||
৭ ফেব্রুয়ারি, ২০২৩ | চট্টগ্রাম–ঢাকা | ঢাকা | বেলা ২টা |
কুমিল্লা–বরিশাল | ঢাকা | সন্ধ্যা ৭টা | |
৮ ফেব্রুয়ারি, ২০২৩ | খুলনা–সিলেট | ঢাকা | বেলা ২টা |
চট্টগ্রাম–রংপুর | ঢাকা | সন্ধ্যা ৭টা | |
৯ ফেব্রুয়ারি, ২০২৩ | বিরতি | ||
১০ ফেব্রুয়ারি, ২০২৩ | কুমিল্লা–রংপুর | ঢাকা | বেলা ২–৩০ মি. |
বরিশাল–খুলনা | ঢাকা | সন্ধ্যা ৭–১৫ মি. | |
১১ ফেব্রুয়ারি, ২০২৩ | বিরতি | ||
১২ ফেব্রুয়ারি, ২০২৩ | এলিমিনেটর | ঢাকা | বেলা ২টা |
১ম কোয়ালিফায়ার | ঢাকা | সন্ধ্যা ৭টা | |
১৩ ফেব্রুয়ারি, ২০২৩ | রিজার্ভ ডে | ||
১৪ ফেব্রুয়ারি, ২০২৩ | ২য় কোয়ালিফায়ার | ঢাকা | সন্ধ্যা ৭টা |
১৫ ফেব্রুয়ারি, ২০২৩ | রিজার্ভ ডে | ||
১৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ফাইনাল | ঢাকা | সন্ধ্যা ৭টা |
১৭ ফেব্রুয়ারি, ২০২৩ | রিজার্ভ ডে |
বিপিএল ৯ম আসর
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের নবম আসরে থাকছে আধুনিক সব প্রযুক্তির ছোঁয়া। ডিআরএস, জিং বেল, আল্ট্রা এজ, বল ট্র্যাকিং, স্ট্যাম্প ক্যামেরা, ড্রোন সবকিছুই থাকছে শুরু থেকেই।
তবে হবে না কোনো জমকালো উদ্বোধনী। সার্বিক আয়োজনেও স্তুতি ঝরল ফ্রাঞ্চাইজগুলোর। তারা বলছেন, কিছু প্রতিবন্ধকতা থাকলেও গত কয়েক আসরের তুলনায় এবার আরও বেশি জমজমাট হবে বিপিএল।
এবারের আসর দিয়ে আবার সাত দলের টুর্নামেন্টে ফিরছে বিপিএল। ২০১৯ সালে তখনকার ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে চার বছরের চুক্তি শেষ হয়ে যাওয়ার পর সেটি আর নবায়ন করেনি বিসিবি।
আইপিএলের মতো লভ্যাংশ ভাগাভাগির মডেলে যেতে চেয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলো, বিসিবি তাতে রাজি ছিল না। এর পর থেকেই বিপিএল চলেছে কিছুটা জোড়াতালি দিয়েই।
২০১৯-২০ মৌসুমে সাতটি দলের মালিকানা দেওয়া হয়েছিল সাতটি প্রতিষ্ঠানকে। এরপর করোনাভাইরাসের কারণে বিপিএলের বদলে শুধু স্থানীয় ক্রিকেটারদের নিয়ে পাঁচ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ আয়োজন করেছিল বিসিবি।
সর্বশেষ গত আসরে বিপিএল হয়েছিল ছয়টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিপিএলে এক বছরের জন্যই দলগুলোর মালিকানা বিক্রি করেছিল বিসিবি।