বিষে ভরা দেশ
মোঃ জসিম উদ্দীন

মাছে বিষ মাংসে বিষ
আমিষে বিষ ভরা,
দুধে বিষ ফলে বিষ
সবজিতে বিষ চড়া।

মাটিতে বিষ পানিতে বিষ
বাতাসে বিষ ভরা,
বিষমুক্ত খাদ্য পাবো
সেই বাজারে খরা।

বিভিন্ন খাদ্যে কীটনাশক
খাচ্ছি আমরা বেশ,
রোগবালাইয়ের সাথে ক্যান্সার
বাসা মানব দেশ।

ধনবাদীরা ব্যক্তিস্বার্থে
স্বৈরাচারীর পাঠ,
অসহায় গরিব আমজনতা
শুকিয়ে মরে কাঠ!

বেশিদিন আর নেইতো বাকি
শুনতে পাব সবে,
সব খাদ্যে বিষ থাকলেও
‘বিষ’ নাই ‘বিষে’ তবে!

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।