নিজস্ব সংবাদদাতা, ঢাকাঃ মারা গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর (অবঃ) হোসেন ইমাম। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছিলেন হোসেন ইমাম।

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে তিনি পরলোক গমন করেন।

অসুস্থ হয়ে সিএমএইচে ভর্তি ছিলেন বিসিবির নিরাপত্তা প্রধান হোসেন ইমাম। তার শ্বাসকষ্ট হচ্ছিল। তবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না, নিশ্চিত করে বলতে পারেননি বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

রাবিদ ইমাম বলেন, ‌‘প্রয়াত হোসেন ইমাম আসলে কি করোনা আক্রান্ত ছিলেন কি না, তা এখনই বলা যাবে না। হাসপাতাল কর্তৃপক্ষ জানাবেন, তার করোনা ছিল কি না।’

আমাদের বাণী ডট কম/১১ সেপ্টেম্বর ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।