এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস এবং বেতন দিতে কিছু ব্যাংকের হয়রানির অভিযোগের প্রেক্ষিতে শিক্ষক নেতা নজরুল ইসলাম রনি তার ফেসবুক টাইমলইনে পোস্ট করা এক স্ট্যাটাসে বলেছেন ` কোন কোন ব্যাংক শিক্ষকদের ঈদবোনাস ও বেতন দিতে হয়রানি করছে। অবশ্যই সকল শাখা আজ শেষ দিনে টাকা দিতে বাধ্য।টাকা ছাড়া কেউ ঘরে ফিরে যাবেনা`
উল্লেখ্য,, আজ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ব্যাংক কর্ম দিবসের শেষ দিন। কিছু কিছু ব্যাংকের গাফেলতি কিংবা হয়রানির কারনে শিক্ষকরা তাদের প্রাপ্য বেতন এবং ঈদ বোনাস নাও তুলতে পারেন। এই সম্ভাবনা থেকেই তিনি মূলত এই স্ট্যাটাস দিয়েছেন।