বেড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের মেশিন জনতার সামনে পুড়িয়ে দিল ভাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে বেড়ার কৈটলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে দীর্ঘদিন ধরে বালু উত্তোলনে ব্যবহার করা মেশিন জব্দ ও কেরোসিন ঢেলে পুড়িয়ে দেয়।
মঙ্গলবার দুপুরে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকীর নেতৃত্বে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করেন। এসময় কৈটলা ইউনিয়নে বালু উত্তোলনকারী একটি ড্রেজার জব্দ করেন এবং পুড়িয়ে দেন।
এসময় সেখান থেকে ড্রেজারের মালিক পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি মটরসাইকেল জব্দ করা হয়। এর আগে একটি ঢাকনাবিহীন বালুর ট্রাক থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। উল্লেখ্য বেড়ার বিভিন্ন পয়েন্টে দীর্ঘদিন ধরেই বালু ব্যবসায়ীরা অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার প্রতিবেদন প্রকাশিত হয়।
[wpdevart_like_box profile_id=”https://web.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]