ডেস্ক রিপোর্ট, ঢাকা; সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ইতালি যাওয়া প্রায় ১৬০০ জনের কেউ ভুয়া করোনা (কভিড-১৯) নেগেটিভ সনদ নিয়ে যায়নি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি, আরও জানানো হয়েছে- ইতালি সরকার সেখানে ভ্রমণের জন্য এখনও কভিড-১৯ নেগেটিভ সনদ থাকার কোনো শর্তও আরোপ করেনি।
আজ বৃহস্পতিবার (১৬ জূলাই ২০২০) মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানিয়ে বলা হয়, কিছু যাত্রী পরবর্তীতে দরকারের জন্য নিজেদের উদ্যোগেই কভিড-১৯ নেগেটিভ সনদ নিয়ে যান।
বিবৃতিতে আরও বলা হয়, দুর্ভাগ্যজনকভাবে কিছু বাংলাদেশি যারা সম্প্রতি ইতালি গিয়েছেন তারা বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নিয়ম মানেননি এবং তাদের মধ্যে অল্প কয়েকজন সম্ভবত স্থানীয়ভাবে ভাইরাসটি ছড়িয়ে থাকতে পারেন।
গত এক সপ্তাহে ৫,০০০ পরীক্ষার মধ্যে ইতালির লাজ্জিও অঞ্চলের ৬৫ বাংলাদেশির মধ্যে কভিড-১৯ ধরা পড়ে।
ইতালি সরকার সিদ্ধান্ত নিয়েছে তারা রোমের বাংলাদেশ দূতাবাসের সাথে সমন্বয় করে লাজ্জিও অঞ্চলে বসবাসরত সব বাংলাদেশির (প্রায় ৩০,০০০) কভিড-১৯ পরীক্ষা করবে।
বাংলাদেশ থেকে ইতালিতে ফ্লাইট বন্ধ থাকা প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশসহ আরও ১২ দেশ থেকে ফ্লাইট যাওয়া ৩১ জুলাই পর্যন্ত স্থগিত রেখেছে ইতালি কর্তৃপক্ষ।
আমাদের বাণী ডট কম/১৬ জুলাই ২০২০/পিপিএম