Shadow

ভূরুঙ্গামারীতে কর্মহীন মানুষের দিন কাটছে অনাহারে

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

মো:আনোয়ার হোসেন (আরিফ), ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা; জেলার ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নে নোভেল করোনা ভাইরাসে কর্মহীন হয়েপরা কিছু পরিবারের দিন কাটছে অনাহারে।

 আজ বৃহস্পতিবার (২১ মে ২০২০)  হুচারবালা ৫ নং ওয়ার্ডের বাসিন্ধা সোহাগী বেওয়া স্বামী মৃত আবেদ আলী, আমাদের প্রতিদিনের সংবাদদাতাকে জানায়,দাদা আমার ঘরে গত রাত থেকে খাবার নাই ,এই গরীবকে দেখার মতো কেউ নাই,শুনি এই সময় কত কিছ ুসাহায্য দিতেছে, চেয়ারম্যান মেম্বার আমাকে চোখে দেখে না।

সোহাগী বেওয়ার কথা ধরে হুচারবালা গ্রামে সরেজমিনে গিয়ে এই সকল অসহায় বিধবা মহিলাদের সাথে কথা বলে সংবাদদাতার তথ্য চিত্রে উঠে আসে । বাহাতন বেওয়া-মৃত আছর,চমকবান-মৃত হানিফ আলী,হাজরা বেওয়া-মৃত বান্টু,রহিমা বেওয়া-মৃত তোরাপ আলী,মনোয়ারা বেওয়া-মৃত দুলাল,নুরজাহান বেওয়া-মৃত বাহেজ আলী, সোনাভান বেওয়া- মৃত আ: করিম,কাঞ্চন বেওয়া-।এরা সকলে ৫ নং ওয়ার্ডের হুচার বালা গ্রামের বাসিন্ধা।

সকলে জানায় বাবা কাম নাই তাই ঘরে খাবার নাই। বাবা আমরা কি না খেয়ে মারা যামু ,সামনে ঈদ আসতেছে। চেয়ারম্যান, মেম্বাররা আমাদের কোন সহযোগিতা দেয় না,ওরা শুধু নিজেদের আর আত্তীয়-স্বজন নিয়ে ব্যস্ত।

  এসএসসি পাশেই তিনি এমবিবিএস ডাক্তার!

কাঞ্চন বেওয়া আরো জানায়,সাহায্য সহযোগিতার জন্য মেম্বার আজিজের কাছে গেলে বলে তোমাকে সাহায্য দেওয়া যাবে না। তোমাকে সাহায্য দিয়ে আমি জেলে যাবো, তোমাকে সাহায্য দেওয়া লোকের নিষেধ আছে।

৫ নং ওয়ার্ডের ইউ,পি সদস্য আব্দুল আজিজ জানায়, এর পরের উপকার ভোগীর তালিকায় তাদের নাম দেওয়া হবে।

৯ নং চর ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ টি এম ফজলুল হক জানায়, দুই এক জন না খেয়েতো থাকবেই। ওদের বিষয়ে এর পরের উপকার ভোগীর তালিকায় দেখা যাবে।

আমাদের বাণী ডট/২১  মে ২০২০/পিবিএ 

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •