জাটকা ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের জন্য বিশেষ ভিজিএফ খাদ্যশস্য বরাদ্দের আওতায় মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের জাটকা জেলেদের মাঝে বিশেষ ভিজিডি চাউল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ইউপি কমপ্লেক্সে ১৪৮ জনের মাঝে চাউল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ট্যাক অফিসার ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম, গজরা ইউপি সচিব মো. মহিউদ্দিন সোহেল, প্যানেল চেয়ারম্যান এমএ ছাত্তার প্রধান, মেম্বার মো. নূরুল ইসলাম (নূরু), মেম্বার শহিদ উল্লা প্রধান, মো. শাহআলম এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্যানেল চেয়ারম্যান এমএ ছাত্তার প্রধান বলেন, জাটকা ইলিশ রক্ষা করতে সরকারের ভূমিকাকে শ্রদ্ধা জানিয়ে এ ইউনিয়নের কোন জেলে নদীতে মাছ ধরতে যাবে না। ইলিশ জাতীয় সম্পদ, এ সম্পদকে রক্ষা করার জন্য সকলের ভূমিকা রাখতে হবে।
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]