চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এমএ কুদ্দুস, ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তারের দায়িত্বভার গ্রহন উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের মায়া বীরবিক্রম অডিটোরিয়ামে সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল মাহমুদ টিটু মোল্লা’র যৌথ সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. রুহুল আমিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ কুদ্দুস, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচএম গিয়াস উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোরশেদুল আলম ভূঁইয়া, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান।
আরো বক্তব্য রাখেন- এখলাছপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেহান উদ্দিন নেতা, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহির, সাধারণ সম্পাদক কাজী মো. শরীফ, কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা মহিলা লীগের সভাপতি পারভীন শরীফ, স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহজালাল মাষ্টার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মহসিন মিয়া মানিক
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মতলব উত্তর উপজেলা প্রকৌশলী এনামুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেলাল হোসেন মজুমদার, সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোসাদ্দেক হোসেন মুরাদ, একেএম শরীফ উল্লাহ সরকার, আলহাজ্ব হানিফ দর্জি, লোকমান হোসেন মুন্সি, সাজেদুল হোসেন বাবু বাতেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, প্রবীণ আওয়ামীলীগ নেতা আলহাজ¦ ওয়ালী উল্লাহ সরকার, ছেংগারচর পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন বেপারী, আওয়ামীলীগ নেতা আতিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা মিরাজ খালিদ, জহিরুল ইসলাম চৌধুরী, এ্যাড. সেলিম মিয়া’সহ উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মতলব উত্তর উপজেলা অফিসার্স ক্লাব, আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলালীগ, ছাত্রলীগ ও ভ্রাতৃপ্রতীম সাংগঠনের নেতৃবৃন্দ নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়কে ফুলেল শুভেচ্ছা জানান। দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]