ঐতিহ্যবাহী পুণ্যাহ উৎসবটি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভাশিস ঘোষ এর উদ্যোগে উপজেলা ভূূমি অফিস এর আয়োজন করা হয় পুণ্যাহ উৎসব ও ভূমি উন্নয়ন কর মেলা।

১৫ এপ্রিল সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার উৎসবের উদ্বোধন করেন।

ইউএনও শারমিন আক্তার বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন কর্মসূচি ও ভূমি সংস্কার বোর্ডের উদ্যোগে ভূমি সংক্রান্ত সেবাসমূহ জনগণের দোরগোড়ায় স্বল্পসময়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু করা হয়েছে। এর অংশ হিসেবে সকল উপজেলা ভূমি কার্যালয়ে ই-নামজারি চালু করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষ সহজে ও স্বল্পসময়ে তাঁদের জমির নামজারির কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। এ ছাড়া ভূমি কার্যালয় থেকে ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।

জলা সহকারী কমিশনার (ভূমি) শুভাশিস ঘোষ বলেন, সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত নানা বিষয়ে সম্যক ধারণা দিতে ভূমি উন্নয়ন কর মেলার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা’

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।