মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিন আলী দেওয়ানের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  শুক্রবার বিকালে নিশ্চিন্তপুর স্কুুল এন্ড কলেজের মাঠে ইউপি আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মাহবুব হোসেন প্রধানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আশরাফুল আলম মিলনের পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল আমিন রুহুল।

এ সময় আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট রুহুল আমিন, সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, চাঁদপুর জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক এডভোকেট রুহুল আমিন, ঢাকা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হাসান ইমাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হোসেন, চাঁদপুর জজকোর্টের পিপি এডভোকেট আমান উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধান, শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য রিয়াজুল হাসান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক।

আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা আসাদুল হক বাবলু, সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান সরকার দুলাল, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান, নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এটিএম শহীদুজ্জামান, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ উল্লাহ।

শোকসভায় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের আইন সম্পাদক এডভোকেট মনোয়ারুল ইসলাম, আওয়ামী লীগের সদস্য কাজী মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মুক্তার হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগ এর সদস্য বোরহান উদ্দিন ডালিম, এখলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন মুরাদ, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, এখলাশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এডভোকেট সেলিম মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মিরাজ খালিদ, এডভোকেট জসিম উদ্দিন, মিয়া আসাদুজ্জামান, ফরাজীকান্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম’সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শোকসভায় মমিন আলী দেওয়ানের মৃত্যুতে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।  এ সময় প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল আমিন রুহুল বলেন, মমিন আলী দেওয়ানের মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হলো। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।  শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সকল নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।