ইউনিয়ন, ওয়ার্ড ও আঞ্চলিক কমিটির সম্মেলন উপলক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার সুজাতপুর বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন।
পরিচালনা করেন- উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। সভায় ইউনিয়ন, ওয়ার্ড ও আঞ্চলিক কমিটির সম্মেলন-২০১৯ উপলক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি শহিদ উল্লাহ প্রধান, অলিউল্লাহ সরকার, যুগ্ম-সাধারন সম্পাদক কবির হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, গাজী ইলিয়াছুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, সদস্য সিরাজুল ইসলাম লস্কর’সহ সকল কার্যকরী সদস্যবৃন্দ। সভার দ্বিতীয় পর্বে আরো উপস্থিত ছিলেন, ফতেপুর পূর্ব ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক কাজী সালাউদ্দিন, আওয়ামীলীগ নেতা খাজা আহমেদ, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক নুরুল আমিন পাটোয়ারী, যুবলীগ নেতা মাইনুদ্দিন সরকার, আ’লীগ নেতা বিল্লাল বেপারী, সাবেক ছাত্রনেতা মিরাজ খালিদ প্রমুখ।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। উপজেলা, ইউনিয়ন, পৌরসভা এবং ওয়ার্ড কমিটিগুলোকে আরো শক্তিশালী করা হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকারের ডিজিটাল দেশ গড়ার ভিশন বাস্তবায়ন করার লক্ষ্যে তৃণমূল নেতাকর্মীদের কাজ করতে হবে। তৃণমুলের নেতা-কর্মীরাই দলের প্রধান শক্তি। আওয়ামীলীগ ও শেখ হাসিনা সবসময়ই তৃণমূল কর্মীদের দুঃখ বুঝেন। এজন্যই তিনি কর্মীদের কাছে একজন মডেল নেত্রী হিসেবে পরিচিত। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]