মতলব উত্তর থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. মিজানুুর রহমান জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়ে পুরস্কার পাওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ছেঙ্গারচর পৌর বাজার বণিক সমবায় সমিতি লিঃ। ওসি মিজানুর রহমান গত ২০ ফেব্রুয়ারী মতলব উত্তর থানায় যোগদান করেন। এক মাসের (মার্চ) কর্মযজ্ঞেই তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

শনিবার (২০ এপ্রিল) বিকালে ওসির কার্যালয়ে এসে শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন, বণিক সমিতির সভাপতি ও ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মনির হোসেন, সাবেক সভাপতি মোবারক হোসেন মুফতি, বিশিষ্ট ব্যবসায়ী শরীফ উল্লাহ দর্জি, বণিক সমিতির সহ-সভাপতি শাহজাহান ঢালি, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, পৌর যুবলীগের সহ-সভাপতি আমিনুল হক বেপারী, বিশিষ্ট ব্যবসায়ী হাজী সাহেব আলী মিয়াজী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, সম্মানিত সদস্য সাংবাদিক মনিরুল ইসলাম মনির, মোঃ সাইফুল ইসলাম, ইব্রাহিম লস্কর ও মোঃ নাজিম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী কাউছার সরকার, শেখ সাদী ঢালী প্রমুখ।
শুভেচ্ছা বিনিময় শেষে উপস্থিত সকলের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ে আলোচনা করা হয়। মিলাদ, দোয়া ও মুনাজাত পরিচালনা করেন থানা জামে মসজিদের খতিব মাওলানা মো. মনির হোসেন।

উল্লেখ্য, ওসি মিজানুর রহমান যোগদানের প্রথম মার্চ-২০১৯ মাসে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, ২টি ডাকাতি ঘটনার রহস্য উদঘাটন, মামলা নিষ্পত্তি ও ওয়ারেন্ট তামিলে শ্রেষ্ঠত্ব অর্জন করায় চাঁদপুর জেলা পুলিশ সুপার জিহাদুল কবির, বিপিএম, পিপিএম গত ১৭ এপ্রিল পুলিশ লাইনস অডিটোরিয়ামে আয়োজিত পুলিশ কল্যাণ সভায় ওসি মো. মিজানুর রহমানের হাতে শ্রেষ্ঠ পুরস্কার তুলে দেন।

এর আগেও তিনি কুমিল্লার দেবিদ্বারে ওসি হিসেবে দায়িত্ব পালনকালে একাধিক বার এধরণের পুরস্কারে ভূষিত হন।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://web.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।