মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে রাত ১২ টা ০১ মিনিটে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ রাজশাহী জেলা শাখা ।
নগরীর ভুবনমোহন পার্ক শহিদ মিনারে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাসদ রাজশাহী জেলা শাখার সমন্বয়ক কমরেড আলফাজ হোসেন যুবরাজ, সদস্য শামসুল আবেদীন ডন, সদস্য সোহরাব হোসেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আল-আমিন প্রধান তারেক প্রমুখ।
পুষ্পস্তবক অর্পন শেষে এক মিনিট নিরবতা পালন করার মাধ্যমে মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে কমরেড আলফাজ হোসেন বলেন, ধীনতার ৪৮ বছর অতিবাহিত হয়েছে। এখনও পর্যন্ত মুক্তিযুদ্ধের প্রাক্কালে ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানী হানাদার বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন, কাঁটাবন বস্তিসহ আশপাশের জেলায় স্বাধীনতাকামী বাংগালী নিরস্ত্র জনগণের উপর যে সশস্ত্র বর্বর হামলা চালিয়ে এক নারকীয় গণহত্যা সংগঠিত করে এবং নয় মাস ব্যাপী সারাদেশে এই গণহত্যা পরিচালনা করে তার আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করতে পারেনি স্বাধীনতাত্তোর সরকারগুলো। যা সরকারসমূহের কূটনৈতিক এক চরম ব্যর্থতা।
তিনি আরও বলেন, শুধু স্বীকৃতিই নয়, সরকারগুলো গণহত্যাকারী পাক সেনা সদস্যদের বিচারেও কার্যকর কোন উদ্যোগ নেয়নি।
সমাবেশ শেষে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]