২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে মতলব উত্তর থানা পুলিশের আয়োজনে এক প্রীতি কাবাডি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় আয়োজিত কাবাডি প্রতিযোগীতায় ছেঙ্গারচর পৌরসভা বনাম লুধুয়া অংশ গ্রহন করে।

মঙ্গলবার বিকালে ছেঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে খেলা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সহকারি পুলিশ সুপার (মতলব সার্কেল) রাজন চন্দ্র দাস। এরআগে খেলা উদ্বোধন করেন সহকারি কমিশনার (ভূমি) শুভাশিস ঘোষ।

সভাপতিত্ব করেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান। খেলায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোরশেদুল আলম ভুইয়া। সাংবাদিক কামাল হোসেন খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ছেঙ্গারচর পৌর আওয়ামীলীগের সভাপতি ও বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মনির হোসেন বেপারী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক একেএ আজাদ, মইনাল ইবনে রিপন প্রমুখ। ধারাভাষ্যকারে ছিলেন মো. শাহিন। রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন মো. জাকির।

খেলায় ৬২ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে ছেঙ্গারচর পৌরসভা দল। ৪২ পয়েন্ট পেয়েছে লুধুয়া। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলকে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

মতলব উত্তর থানার পুলিশের এই মাদক বিরোধী আয়োজনের জন্য উপস্থিত সকলকে ওসি মো. মিজানুর রহমানকে বিশেষ ধন্যবাদ জানান।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।