Shadow

মাদারীপুরে ২৪ ঘন্টায় ৫৪ জনের করোনা শনাক্ত

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

মাদারীপুর সংবাদদাতা; জেলায় গত ২৪ ঘন্টায় রাজৈর উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তারসহ নতুন আরো ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে সদর উপজেলায় ১৯, রাজৈরে ১২, কালকিনিতে ১৩ এবং শিবচর উপজেলায় ১০জন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৯৪ জনে। মঙ্গলবার ৫ জনসহ জেলায় সুস্থ হয়েছেন ২৯১ জন।

এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের। করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১৪ জন। তবে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের তথ্য স্বাস্থ্য বিভাগের কাছে নেই।

মঙ্গলবার দুপুর পর্যন্ত উপজেলাভিত্তিক করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে, সদর উপজেলায় ২৭২, রাজৈরে ২৪৩, কালকিনিতে ১৪৫ এবং শিবচর উপজেলায় ১২৩ জন। জেলা থেকে এ পর্যন্ত ৫ হাজার ৭৩২টি নমুনা প্রেরণ করা হয়েছে। ফলাফল পাওয়া গেছে ৫ হাজার ৪৩৮টির এবং ২৪ ঘন্টায় কোনো নতুন নমুনা প্রেরণ করা হয়নি।

মঙ্গলবার দুপুরে ৩৬২টি নমুনা পরীক্ষার ফলাফল আসে স্বাস্থ্য বিভাগের কাছে (২৩, ২৪, ২৫ ও ২৬ জুন সংগ্রহকৃত)। এর মধ্যে ৫৪ জনের পজেটিভ আর বাকিগুলো নেগেটিভ রিপোর্ট এসেছে।

আক্রান্ত ৭৯৪ জনের মধ্যে সুস্থ্য ২৯১জন। বাকি ৪৯২ জনকে হাসপাতলের আইসোলেশনে এবং হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ।

  ঠাকুরগাঁওয়ে 'গবেষণায় হাতে খড়ি' শীর্ষক কর্মশালা

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (৩০ জুন ২০২০) তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৮৪৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩  হাজার ৬৮৩ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪৫ হাজার ৪৮২ । আজ নমুনা পরীক্ষা হয়েছে ১৮  হাজার ৪২৬ টি যা গতদিনে ছিল ১৭ হাজার ৮৩৭ টি  । এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৮৪৪ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৫৯ হাজার ৬৪০ জনে।

আমাদের বাণী ডট কম/৩০জুন ২০২০/পিপিএম

সৈয়দপুরের বিজ্ঞাপন

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •