বরিশালের আগৈলঝাড়ায় কল্যাণ তহবিলসহ অবসর তহবিলে অতিরিক্ত কর্তনের প্রতিবাদে ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মানববন্ধন, সভা ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গতকাল সকালে উপজেলা পরিষদ চত্বরে মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিপুল চন্দ্র দাসের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এর আগে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের দাবি ও কল্যাণ তহবিলসহ অবসর তহবিলে অতিরিক্ত কর্তনের প্রতিবাদ সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি যতীন্দ্রনাথ মিস্ত্রীর সভাপতিত্বে বক্তব্য রাখেন আস্কর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রিয়লাল মন্ডল, পয়সা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, আগৈলঝাড়া এসএম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মলেন্দু বাড়ৈ, রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, রত্নপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতালেব হোসেন, সেরাল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শৈলেস তপাদার ও মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সুশান্ত মজুমদার প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]