মানবতার মাতৃসদন একটি অরাজনৈতিক অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা হিসাবে সমাজ উন্নয়নমূলক কাজ ও মানবহিতৈষী কর্মকান্ডের নিগুড় কার্য সাধনের লক্ষে জনগনের সুযোগ সুবিধা বজায় রাখার পাশাপাশি সমাজের পশ্চাৎপদ ও অনগ্রসর জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও সেবামূলক বহুমুখী কর্মসূচি গ্রহণ করে আসছে।
এই সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য বিভিন্ন স্বেচ্ছাসেবী কর্মীদেরকে একই ছাদের নিচে এনে সমন্বয় সাধন এবং সামাজিক উন্নয়নে যুব সমাজকে দল ও মত নির্বিশেষে জাগরিত করে তুলে সমাজ এবং দেশের সার্বিক উন্নতিতে অবদান রাখা। মানবতার মাতৃসদনের মানবতাবাদী কর্মীগণ সমাজ ও মানুষের মনুষ্যত্বকে জাগ্রত করতে বিভিন্ন জাতীয় দিবস ও সময়ে বহুমুখী সেবামূলক কর্মসূচি গ্রহণ করে আসছে।
মানবতার মাতৃসদন এ যাবত কাল ২,৩০০ জনকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ও ৯০ জন মুমূর্ষ রোগীকে রক্তদানে সহায়তা করেছে। এ ছাড়াও এই সেবামূলক সংস্থা ৩০ জনকে বিনামূল্যে ডায়াবেটিক পরিক্ষা ফ্রি ডেন্টাল চেকআপ মেধাবী ও অসহায় শিক্ষাথীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ ও শিক্ষা বৃত্তি প্রদান এবং পথশিশুদের মাঝে পোষাক বিতরণ কর্মসূচি গ্রহণ করে আসছে। মানবতার মাতৃসদন মানবতাবাদ প্রতিষ্ঠায় সমাজ ও মানুষের ব্যক্তি জীবনকে উদ্ভাসিত করতে চায়।
এমতাবস্থায় মানবতাবাদ প্রতিষ্ঠায় যে সকল মানবতাবাদী কর্মীগণ মানুষের কল্যাণে কাজ করতে ইচ্ছুক তাদেরকে মানবতার মাতৃসদন পাশে পেতে চায়।
জয় হোক মানবতার জয় হোক মানুষের মনুষ্যত্বের।
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]