মালির দুই সেনাঘাঁটিতে মঙ্গলবার জঙ্গি গোষ্ঠী আল কায়দা হামলা চালিয়েছে বলে সরকারি কর্মকর্তারা দাবি করেছেন। ওই হামলায় কমপক্ষে ২৫ সেনা নিহত হয়েছে। হামলার পর থেকে নিখোঁজ রয়েছে আরো ৬০ সেনা। এ সময় সেনাদের পাল্টা হামলায় ১৫ জন জঙ্গিও নিহত হয়।

সোমবার বুলকেসি শহর এবং বুরকিনা ফাসো সীমান্তের কাছে মোন্দোরোতে জঙ্গিরা হামলা চালায় বলে জানিয়েছে বিবিসি।

মঙ্গলবার এক বিবৃতিতে মালি সরকার জানায়, সোমববার ভারি অস্ত্রশস্ত্রে সুসজ্জিত জঙ্গিরা ওই ঘাঁটি দুটোতে অতর্কিতে হামলা চালায়। একই সময়ে চালানো ওই হামলায় কমপক্ষে ২৫ সেনা নিহত হয়। এসময় সেনাবাহিনীর পাল্টা হামলায় ১৫ জঙ্গি নিহত হয়েছে।

স্থানীয় এক বাসিন্দা জানান, হামলায় নিহতদের মধ্যে দুই বেসামরিক নাগরিকও রয়েছে। তবে হামলঅয় আহতদের কিছু বলেনি মালি কর্তৃপক্ষ।

হামলার পর সেনারা জঙ্গিদের কাছ থেকে তাদের ঘাঁটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে সেনাবাহিনীর অনেক অস্ত্রশস্ত্র এবং যানবাহন জঙ্গিদের দখলে চলে গেছে।

ওই অঞ্চলে এখন মালির সেনাবাহিনী বুরকিনা ফাসো এবং ফরাসি সেনাদের সঙ্গে যৌথ অভিযান চালাচ্ছে। ২০১২ সাল থেকেই জঙ্গি তৎপরতা শুরু হয়েছে মালিতে। সে সময় থেকেই জঙ্গিরা দেশটির উত্তরাঞ্চলে সক্রিয় হয়ে ওঠে। তবে সোমবারের হামলা সরকারি বাহিনীর বিরুদ্ধে চলতি বছরের সবচেয়ে ভয়াবহ হামলা বলে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।