Shadow

মেলান্দাহে নৌকাডুবে তিনজনের মৃত্যু

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

জামালপুর সংবাদদাতা; জেলার মেলান্দাহে নৌকাডুবে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) সাড়ে ৬টার দিকে উপজেলার বাগবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাগবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে নূর নবী (৩২), রমজান আলীর ছেলে শামিম (১০) এবং আল আমিনের মেয়ে আছিয়া খাতুন (৫)।

ঘোষেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ঘোষেরপাড়া ইউনিয়নের ইউপি সদস্য জহরুল হক জানান, ২ আগস্ট ঈদ আনন্দ উপভোগ করতে বন্যার পানিতে নৌকা ভ্রমণে বের হয় এলাকার লোকজন। নৌকা ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৬টায় চর বাগবাড়িতে নৌকাটি পানিতে ডুবে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

  এক সপ্তাহেও উদ্ঘাটন হয়নি শিশু মেহেদী হত্যার রহস্য

আমাদের বাণী ডট কম/০২ আগস্ট ২০২০/পিপিএম

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •