রোনালদোর চেয়ে ৭০০ কোটি টাকা বেশিতে মেসিকে পেতে চায় আল হিলাল। সৌদি আরবে পাড়ি দিয়ে এক লাফে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলার হয়ে গেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। এবার লিওনেল মেসির সামনেও একইরকম হাতছানি। তার বেতনের অঙ্কটা হতে পারে আরও অবিশ্বাস্য।
অন্তত, গণমাধ্যমের খবরে তেমনই আভাস।দেশটির শীর্ষ লিগের রেকর্ড চ্যাম্পিয়ন আল হিলাল নাকি দলে ভেড়াতে চায় রেকর্ড সাতবারের ব্যালন দ’র জয়ীকে।প্রায় দেড় মাস দলবিহীন থাকার পর গত বছরের একেবারে শেষ দিকে সৌদি আরবের ক্লাব আল নাস্রে যোগ দেন পর্তুগিজ তারকা।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রতি বছর ২০ কোটি ইউরো পাবেন তিনি। তারপর থেকেই ফুটবল দুনিয়ায় ছড়াতে থাকে মেসিকে নিয়ে গুঞ্জন। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে বিস্ময়ের জন্ম দেওয়া সৌদি আরবের ফুটবল যে বেড়ে উঠছে, তা এখন অনেকটাই প্রমাণিত।
সেখানে ক্লাব ফুটবলে প্রতিদ্বন্দ্বিতার রেশ কতটা, তা বেশ বোঝা যাচ্ছে এসব গুঞ্জনেও।মুন্দো দেপোর্তিভোর খবর, মেসিকে দলে টানতে জোর চেষ্টা শুরু করেছে আল হিলাল। মেসি রাজি হলে প্রতি বছর প্রায় ২৭ কোটি ইউরো পাবেন আর্জেন্টাইন তারকা।
মেসিকে দলে টানতে প্রস্তুত হচ্ছে আল হিলাল
রেকর্ড অর্থে সৌদির ক্লাব আল নাসরে নাম লিখিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার আল নাসরের চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলাল উঠে পড়ে লেগেছে লিওনেল মেসিকে দলে টানতে। প্রয়োজনে বছরে রোনালদোর চেয়ে ৭০০ কোটি টাকা বেশি দিতে প্রস্তুত ক্লাবটি। তারপরও আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ককে চায় তারা।
ইউরোপিয়ান মিডিয়ার খবর, আল হিলালের সঙ্গে কথা বলতে নাকি মেসির বাবা হোর্হে মেসি সৌদি আরবে গেছেন। পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ রয়েছে মাস ছয়েক। নতুন করে চুক্তির জন্য যদিও প্রস্তুত প্যারিসের ক্লাবটি। তবে টাকার বস্তা নিয়ে মেসির জন্য হাজির আল হিলাল। দলটির লক্ষ্য, একই লিগে মেসি-রোনালদোর খেলানো। আরব গণমাধ্যমের খবর, মেসি যাতে সৌদিতে আসেন, সে লক্ষ্যে আল হিলালকে সহযোগিতা করছে সৌদি সরকারও।
পিএসজির সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ চলতি বছরের মৌসুমের শেষ পর্যন্ত। তবে গণমাধ্যমের খবর, প্যারিসের ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করতে রাজি কাতারে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক।
স্প্যানিশ গণমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’এমন সংবাদই প্রকাশই করেছে। তাদের প্রতিবেদনে বলা হচ্ছে মেসিকে নেওয়ার জন্য প্রতি বছরে ৩০০ মিলিয়ন ডলার পারিশ্রমিক দিতে প্রস্তুত আছে সৌদি আরবীয় ক্লাব আল হেলাল। যা হবে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিক।
তবে মেসি আল হেলালে যাবেন কি না সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি। এদিকে পিএসজির সঙ্গে এখনও চুক্তি শেষও হয়নি সাতবারের ব্যালন ডিঅর জয়ী এই তারকা ফুটবলারের। এরপর আরও দুবছর পিএসজির জার্সিগায়ে খেলবেন বলেও জানিয়েছিলেন এই আর্জেন্টাইন ফুটবলার।
মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদনে বলা হচ্ছে, অপেক্ষা করতে রাজি নয় আল হেলাল। যত দ্রুত সম্ভব তারা সময়ের সেরা এই ফুটবলারকে কিনতে চায়।
এখন প্রশ্ন উঠতে পারে কেন রোনালদো-মেসিকে নিতে এতো টাকা খরচ করতে চাচ্ছে সৌদি আরব? এই প্রশ্নের উত্তর দিয়েছে স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দেপোর্তিভো বলছে, ২০৩০ বিশ্বকাপ আয়োজনে মিশর ও গ্রিসের সঙ্গী হতে চায় সৌদি আরব। তাই বিশ্বের সামনে নিজেদের ইমেজ বাড়ানোর চেষ্টা করছে সৌদি আরব।