মৌলভীবাজারের প্রতিবন্ধী এক ভিক্ষুক বিদ্যুৎ বিল পরিশোধ না করায় গত ৩৪ দিন ধরে কারাগারে বন্দি রয়েছেন বলে জানা গেছে। ভুক্তভোগী ওই ব্যক্তির নাম হান্নান মিয়া।
জানা গেছে, গত ২৩ মার্চ মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাইদ তাকে গ্রেপ্তার করে মৌলভীবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করলে আদালত প্রতিবন্ধী ঐ ব্যক্তিকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। সে উপজেলার মনুমুখ ইউনিয়নের পশ্চিম সাধুহাটি গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৪ সালের মার্চ মাস থেকে ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৯ মাসের বিল ৬ হাজার ৩৩৭ টাকা পরিশোধ না করায় তাকে গ্রেফতার করা হয়।
ভুক্তভোগীর বোনের সাথে কথা বলে জানা যায়, প্রতিবেশী কুসুম বেগম এবং হান্নান মিয়া একই বিদ্যুতের মিটার ব্যবহার করতেন। এজন্য প্রতিমাসে কুসুম বেগমকে একশ’ করে টাকাও দিয়েছেন তিনি। তবে, টাকা নিলেও বিদ্যুতের বিল পরিশোধ করেননি কুসুম বেগম।
এদিকে, মিটার হান্নান মিয়ার নামে হওয়ায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। কুসুম বেগম প্রবাসে থাকায় উনার বোন শিল্পী বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কিছুই জানেন না বলে জানান।
এ প্রসঙ্গে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো. মোখলেসুর রহমান বলেন, বিষয়টি দীর্ঘদিন আগের। মিটার হান্নান মিয়ার নামে। আগেও অনেকবার উকিল নোটিশ দেয়া হয়েছে। তবে তারা কোন বিল পরিশোধ না করায় মামলা হয়েছে। আশা করি তার জামিন হয়ে যাবে। তবে বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শিবু লাল বসু জানান, হান্নান অবৈধ সংযোগ নিয়েছিলেন। তাই তাকে পুলিশ আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। হান্নান মিয়ার পরিবার বিদ্যুৎ বিল পরিশোধ করেছে। আগামী ২৯ এপ্রিল রোববার কারাগার থেকে সে জামিনে মুক্তি পাবে বলে আশা করছি।
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]