Shadow

ময়মনসিংহে ২৪ ঘন্টায় নতুন ১৭৯ জনের করোনা শনাক্ত

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ময়মনসিংহ সংবাদদাতা;  ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৭৯ জনের করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। যা একদিনের হিসেবে বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ করোনা শনাক্তের সংখ্যা। এ নিয়ে ময়মনসিংহ বিভাগে সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে।

আজ সোমবার ময়মনসিংহ জেলার সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম এ তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ময়মনসিংহে ১২১ জনের, নেত্রকোনায় ৩৯ জনের এবং জামালপুরে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শেরপুর জেলায় কেউ সংক্রমিত হয়নি। এ ছাড়া অতীতে আক্রান্তদের মধ্যে নতুন করে ১১ জনের আবারও করোনা পজিটিভ এসেছে।

বিভাগটিতে সর্বমোট করোনার সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭৫ জনে। যার মধ্যে ময়মনসিংহ জেলায় ১ হাজার ৭৭৭ জন, জামালপুর জেলায় ৫৪৩ জন, নেত্রকোনা জেলায় ৫১৬ জন এবং শেরপুর জেলায় ২৩৫ জন রয়েছে।

এ ছাড়া, ময়মনসিংহ বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় ১০০ জনসহ সর্বমোট সুস্থ্য হয়েছেন ১ হাজার ২৭৮ জন।

বিভাগে সর্বমোট মারা গেছেন ৩৪ জন। এর মধ্যে ময়মনসিংহ জেলায় ২০ জন, জামালপুর জেলায় ৮ জন এবং নেত্রকোনা জেলায় ৩ জন ও শেরপুর জেলায় ৩ জন রয়েছে।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ ( ২৯ জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৭৮৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ হাজার ১৪ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪১ হাজার ৮০১। আজ নমুনা পরীক্ষা হয়েছে ১৭  হাজার ৮৩৭ টি যা গতদিনে ছিল ১৮ হাজার ৯৯ টি । গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৩ জন। এ নিয়ে সুস্থ হয়েছেন মোট ৫৭ হাজার ৭৮০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৭৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৫ জন। তার মধ্যে ৩৬ জন পুরুষ ও ৯ জন নারী।

  আগৈলঝাড়ায় মাদক মামলার আসামীসহ ২ জন গ্রেফতার

আমাদের বাণী ডট কম/২৯ জুন ২০২০/পিপিএম

সৈয়দপুরের বিজ্ঞাপন

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •