নিজস্ব সংবাদদাতা; রাজবাড়ীতে বিষাক্ত এ্যালকোহল পানে মিঠু (৪০) ও ইউসুফ আলী (৭০ নামে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজন এবং নিজ বাড়িতে আরেকজন মৃত্যু হয়।
আজ মঙ্গলবার (১৯ মে ২০২০) বিকেলে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিঠু মারা যান এবং সকালে নিজ বাড়িতে মারা যান ইউসুফ আলী।
নিহত মিঠু (৪০) রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকার বাসিন্দা ও গনপতি সাহার ছেলে এবং ইসুফ আলী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামের বাসিন্দা এবং রাজবাড়ী রেলস্টেশনে কলা বিক্রেতা ।
জানা গেছে, মিঠু রেলস্টেশনে পান সিগারেট ও খবরের কাগজ বিক্রি করতেন। আর ইউসুফ আলী আগে টেম্পু চালাতেন। বর্তমানে রাজবাড়ী রেলস্টেশন এলাকায় ফুটপাতে কলা বিক্রি করতেন। তারা বেশ কিছুদিন ধরেই স্থানীয় একটি হোমিও দোকান থেকে স্পিরিট সংগ্রহ করে পান করতেন। গত সোমবার সন্ধ্যার তারা দু’জন যথারীতি হোমিও ওষুধের দোকান থেকে স্পিরিট পান করে যে যার বাড়ি যান। পরে মঙ্গলবার ভোরের দিকে ইউসুফ বাড়িতেই মারা যান। অপরদিকে মিঠু বাড়িতে অসুস্থ হয়ে পড়লে এদিন দুপুর ১২টার দিকে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত সিনিয়র স্টাফ আব্দুল্লাহ আল মামুন জানান, এ্যালকোহল জাতীয় পদার্থ পান করার কারণে মিঠুর মৃত্যু হয়েছে। বিষয়টি সদর থানার পুলিশকে অবহিত করা হয়েছে।
জানতে চাইলে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, বিষয়টি জেনে মঙ্গলবার সন্ধ্যায় মিঠুর লাশ সদর থানায় নিয়ে আসা হয়েছে। বুধবার ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আর ইউসুফের লাশ দাফন হয়ে গেছে দুপুরে। তার ব্যাপারে কেউ খোঁজ জানায় নাই। তবে ওই হোমিও ওষুধের দোকানে খোঁজখবর নেয়া হচ্ছে।
আমাদের বাণী ডট কম/১৯ মে ২০২০/ডিএ