সেবার মূল্য তালিকা না টানানো  দায়ে রাজবাড়ীতে দুইটি  ডায়াগনস্টিক সেন্টার কে আর্থিক জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতিষ্ঠান দু’টি হলো রাজবাড়ী মেডিকেল সেন্টার এন্ড হাসপাতাল ও খিদমাহ ডায়াগনস্টিক সেন্টার।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকেল ৫টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

রাজবাড়ী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ আইনে সদর উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেবার মূল্য তালিকা না টানানোর কারনে রাজবাড়ী মেডিকেল সেন্টার এন্ড হাসপাতালকে ৩৯ ধারায় ১০ হাজার টাকা এবং সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্য করার দায়ে খিদমাহ ডায়াগনস্টিক সেন্টারকে ৫২ ধারায় ৪ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।