শিশুদের প্রতিভা বিকাশে সৃজনশীল মানসিকতা গড়ে তোলার লক্ষে পড়াশোনার পাশাপাশি প্রতিবছর বিভিন্ন বিনোদন মুলক ও সহ শিক্ষক কার্যক্রমের আয়োজন করে থাকে বাংলাদেশ কিন্ডারগার্টেন ওনার্স এসোসিয়েশন। প্রতিবছরের ন্যায় এবারও আন্তঃ জেলা বার্ষিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে কিন্ডারগার্টেন মালিকদের সমন্বয়ে গঠিত এই সংগঠনটির রাজবাড়ী জেলা শাখা। রাজবাড়ীর পাঁচটি উপজেলার সমন্বয়ে অনুষ্ঠিত হচ্ছে বার্ষিক এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
পহেলা এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চলা এই চিত্রাঙ্গন প্রতিযোগিতার শুরু হয়েছে আজ সোমবার থেকে। রাজবাড়ী শহরের বিনোদপুরের গোল্ডেন লাইফ স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্গন প্রতিযোগিতা। স্কুলের প্লে থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এই চিত্রাঙ্গন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
গোল্ডেন লাইফ স্কুলের পরিচালক মোঃ মিজানুর রহমান জানান, শিশুদের মানসিক বিকাশে খেলা ধুলা ও বিভিন্ন প্রতিযোগিতার বিকল্প নাই। এই আয়োজন শিশুদের মানসিক বিকাশে সহায়ক হবে।
বাংলাদেশ কিন্ডারগার্টেন ওনার্স এসোসিয়েশনের সভাপতি আবুল হাশেম, বলেন, শিক্ষা মানুষকে শুদ্ধ পথে চলতে সহায়তা করে। শিক্ষা ছাড়া কোন জাতি বড় হতে পারে না তাই আজকের শিশুরাই জাতি গঠনে সহায়ক ভূমিকা পালন করবেন। আর এই ভুমিকার পেছনে সহায়ক শিক্ষার ভূমিকাও অনেক গুরুত্বপূর্ণ।
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]