চুরি, ডাকাতি, ছিনতাই ও নানা অসামাজিক কার্যকালাপ দিন দিন বৃদ্ধি পাওয়ায় লাঙ্গলবাঁধের আইন শৃঙ্খলার অবস্থা চরম অবনতি দেখা দিয়েছে। ফলে রাত জেগে পাহারা দিচ্ছে আতংক গ্রামবাসী।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, ঝিনাইদহের শৈলকুপা, কুষ্টিয়া ও মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শেষ সীমান্তে এই লাঙ্গলবাঁধ এলাকাটি অবস্থিতি। বর্তমানে এখানে প্রতি নিয়ত চুরি, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাসী ও নানা অসামাজিক কার্যকালাপ দিন দিন বৃদ্ধি পাওয়ায় এখানকার বসবাস কারী বাসিন্ধারা চরম আতংকের মধ্যে দিন যাপন করছে। ডাকাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মিটিং করে গ্রামবাসী রাত জেগে পাহারা দিচ্ছে। সম্প্রতি গত ৩রা মার্চ লাঙ্গলবাঁধের শ্বশান ঘাটের পাশে হোমিও চিকিৎসক বিল্লাল হোসেনের বাড়িতে রাত ৩টার দিকে ১২/১৫ জনের একটি সন্ত্রাসী দল অস্ত্র নিয়ে হানা দিয়ে ঘরের দরজা ভেঙ্গে ঘরে ডুকে পুলিশ পরিচয় দিয়ে তাদের মারধর করে নগদ ৮০ হাজার টাকা ৫ভরি স্বর্ণ ও ২টা মোবাইল ফোনসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায় বলে বিল্লাল হোসেন জানান। ডাকাতরা ডাকাতি শেষে চলে যাওয়ার সময় বিষয়টি কাউকে না বলার জন্য জীবন নাশের হুমকি দেয়।

৪ই ফেব্রয়ারী লাঙ্গলবাঁধের বাজার সংলগ্ন শৈলকুপা উপজেলার নতুন ভুক্ত মালিথিয়া গ্রামের বাসিন্দা সার ব্যবসায় আঃ করিমের বাড়িতে ডুকে প্রায় ২ লাখ টাকা নিয়ে যায় ডাকাতরা। ডাকাতের অস্ত্রের আঘাতে করিম গুরুত্বর আহত হয়। গত ৮ই ফেব্রয়ারী দুপুর সময় নতুন ভুক্ত মালিথিয়া (বেবিটেক্সি ষ্টান্ডে) রায়হান নামের এক ব্যবসায়ীর দোকান থেকে নগদ ২ লাখ টাকা ক্যাশবাক্স থেকে চোরেরা চুরি করে নিয়ে যায়। ২রা ফেব্রয়ারী রাতে পুলিশ ক্যাম্পের প্রায় ৫শ গজ দুরে স্কুল শিক্ষক পিকুল নামের এক ব্যক্তির বাড়ির গেটের দরজা ভেঙ্গে তাদের কে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণ লংকারসহ প্রায় ৫লাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায় ডাকাত দল বলে তিনি জানান।

১৫ ই মার্চ গভীর রাতে উলুবাড়িয়া গ্রামের কলেজ শিক্ষক বসির উদ্দিনের বাড়িতে বসবাসকারী এনজিও কর্মি রবিউল ইসলামের স্ত্রীর গলার চেইন জানালা ভেঙ্গে চুরি করে নিয়ে যায় বলে তিনি জানান।

এছাড়াও গত ফেব্রয়ারী মাসে লাঙ্গলবাঁধ বাজারের কাপড় ব্যবসায়ী নুরুল ইসলামের দোকান থেকে নগদ ৩ লাখ টাকা ও সিন্ধুকের তালা ভেঙ্গে প্রায় ৮ ভরি স্বর্ণ চোরেরা চুরি করে নিয়ে যায়। গত ২রা ফেব্রয়ারী বাজার সংলগ্ন শৈলকুপার নতুন ভুক্ত মালিথিয়া গ্রামের ব্যবসায়ী জাহিদ হোসেনের বাড়িতে ডাকাতরা হানা দেওয়ার চেষ্টা করলে গ্রামবাসীর চিৎকারে ডাকাতরা পালিয়ে যায়। অথচ এই বাড়িতে বাসা ভাড়ানিয়ে মালিথিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই সমিরন কুমার বৈদ্য প্রায় ৩ বছর যাবত বসবাস করে আসছে। এদিকে, চুরি, ডাকাতি, ছিনতাই ও নানা অসামাজিক কার্যকালাপ ঠেকাতে গ্রামবাসী রাত জেগে পাহারা দিচ্ছে বলে গ্রামের বাসিন্দা মনজু হোসেন জানান।

এ ব্যাপারে মালিথিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই সমিরন কুমার বৈদ্য বিষয়টি নিয়ে কথা বলতে রাজি নন ও এড়িয়ে যান।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।