ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা হলরুমে ২৪ এপ্রিল বুধবার ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগ সভাপতি ও জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব দরিবুল ইসলাম- এমপি, রাণীশংকৈলের- স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও শিক্ষকদের সঙ্গে এক মত বিনিময় সভায় যোগদান করেন।
রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি আফরিদার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সেফালি বেগম, থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম ও প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
এলাকার বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে আরো বক্তব্য রাখেন- অধ্যক্ষ তফিল উদ্দিন, আ’লীগ যুগ্ন সম্পাদক আনিসুর রহমান বাকি, পৌর আ’লীগ নেতা উপাধক্ষ মহাদেব বসাক, মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, প্রেসক্লাব সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী,, আ’লীগ নেতা আব্বাস আলী, জেলা পরিষদ সদস্য আবুল কাশেম, জাপা নেতা এ জেড সুলতান, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, আব্দুর রউফ, মহিলা আ’লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ। সংসদ সদস্য দবিরুল ইসলাম তার কাছে জানানো দাবিগুলো যথাসম্ভব পুরনের আশ্বাস প্রদান করেন।
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]