বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- মার্কসবাদী’র সভাপতি কমরেড এম.এ সামাদ বলেন, দেশে এখন উন্নয়নের নামে ব্যাপক লুটপাটের মহোৎসব চলছে। ভোটারবিহীন নির্বাচনে জয়লাভ করায় সরকার ও সরকারদলীয় লোকজন এখন বেপরোয়া দেশের মালিক জনগণের মতের কোন মূল্য দিচ্ছে না। গুম, খুন, সন্ত্রাস, লুটপাট, ধর্ষণ, হত্যা নিত্য-নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সরকারের কাধে ভর করে দেশে মৌলবাদী শক্তির উত্থান হচ্ছে। সমাজতন্ত্র কায়েম ছাড়া দেশের মেহনতি মানুষের মুক্তি নাই।
আজ বিকাল ৪ টায় অনুষ্ঠিত সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মহামতি লেনিন এর ১৪৯তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, মহামতি কমরেড লেনিনের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ আমাদের শপথ নিয়ে লাল পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে জনগণ বিপ্লবের মাধ্যমে এই বুর্জোয়া ফ্যাসিবাদ সরকারকে পরাস্ত করতে হবে।
তিনি শ্রীলংকায় সন্ত্রাসী হামলার নিন্দা জানান এবং নিহতদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন।
আলোচনা সভায় অংশ নেন পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য কমরেড সাহিদুর রহমান, পার্টির নারায়নগঞ্জ জেলা সম্পাদক কমরেড সামছুল আলম সরকার, বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) এর কেন্দ্রীয় সম্পাদক কমরেড হারুন চৌধুরী, সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মাসুম, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম.এ জলিল।
বক্তারা কমরেড লেনিনের জীবনের বিভিন্ন দিক আলোকপাত করে বক্তব্য রাখেন।
আমাদের বাণী-/ঢাকা/এবি
[wpdevart_like_box profile_id=”https://web.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]