বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়ন পরিষদ কতৃক ২০১৮ সালের এসএসসি, জেএসসি, পিএসসি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত কৃতি ৭৫ জন  শিক্ষার্থীদের সংর্বধণা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বিকালে আজিজনগর চাম্বি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন কোম্পানীর সভাপতিত্বে সংর্বধণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ- জান্নাত রুমি, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল,চট্টগ্রাম সরকারী মহিলা কলেজের অধ্যাপক তাজরুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা অধিদপ্তেরর একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম,চাম্বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সাত্তার সহ আর অনেক গন্যমান্য ব্যাক্তি ।

এই সময় বক্তারা বলেন,বর্তমান সরকার বাংলাদেশের শিক্ষা খাতে ব্যাপক বিনোয়গের মাধ্যমে শিক্ষা বান্ধব পরিবেশ নিশ্চিত করেছে। যার ধারাবাহিকতায় প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী বিভিন্ন পরীক্ষায় সফলতার সাথে উর্তীন হয়ে দেশের সম্পদে পরিনত হচ্ছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন কোম্পানীর এমন উদ্দ্যেগের ভূয়শী প্রসংশা করে বক্তারা বলেন এই ধরণের আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যতে ভালো ফলাফলে অনুপ্রাণিত করবে।সভাপতির বক্তব্যে জসিম উদ্দিন বলেন সামনের দিনগুলো তে আরো বৃহৎ পরিসরে এই ধরণের অনুষ্টান আয়োজনের পরিকল্পনা আছে।ভালো রেজাল্ট করার জন্য কঠোর অধ্যাবসায় এর তাগিদ দিয়ে তিনি অনুষ্টানের সমাপ্তি ঘোষণা করেন।সবশেষে স্হানীয় শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্টিত হয়।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।