জিকরুল হক, উত্তরাঞ্চল সংবাদদাতা; নীলফামারীর সৈয়দপুরে পাকি সেনাদের দোসর উর্দুভাষীদের হাতে নৃশংসভাবে নিহত শহিদ আমিনুল হক গোলোর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ রবিবার মর্যাদার সঙ্গে পালিত হয়েছে।

১৯৭১ সালের ২৮ জুন সৈয়দপুর পৌরসভার সামনের একটি পাটগুদামে তাকে নৃশংসভাবে হত্যা করে সেই সময়ের পিস কমিটির উর্দুভাষী সদস্যরা। এই দিনটিকে স্মরণিয় ও নতুন প্রজন্মের কাছে সংবাদ পৌছে দিতে হত্যা সংঘটিত এলাকা পৌরসভা চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে বক্তব্য বলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ সন্তান মহসিনুল হক মহসিন, আওয়ামী লীগ নেতা প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান রাশেদ, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, মুক্তিযোদ্ধা আতাউর রহমান ময়না, সাংবাদিক এমআর আলম ঝন্টু প্রমুখ। দিনটি পালনের আয়োজক ছিল প্রজন্ম’৭১ ও স্মরণিকা পরিষদ।

শহিদ আমিনুল হক গোলো ছিলেন সেই সময়ে সৈয়দপুর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রাদেশিক পরিষদ সদস্য শহিদ ডা. জিকরুল হকের ছোট ভাই। সবশেষে শহিদ আমিনুল হক গোলোর প্রতৃকিতে পুষ্পমাল্য অর্পণ করে কর্মসূচির সমাপ্তির ঘোষণা করা হয়।

আমাদের বাণী ডট কম/২৮ জুন ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।