আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। আইরিশদের ২১৪ রানের জবাব দিতে নেমে প্রথম ওভারেই পতন ঘটে শান্তর উইকেটের।
পেসার মার্ক অ্যাডায়ারের বল কাট করতে গিয়েছিলেন বাংলাদেশের এই ওপেনার। তবে বল শান্তর ব্যাট ফাঁকি দিয়ে আঘাত হানে স্ট্যাম্পে।
আজ মঙ্গলবার মিরপুরে সিরিজের একমাত্র টেস্টে প্রথম ইনিংসে আইরিশদের করা ২১৪ রানের জবাবে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১৮ রান। প্রথম ওভারেই শান্তর পতন
এর আগে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। ৪৮ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে সিদ্ধান্তের কার্যকারিতা দেখাতে পারেনি আইরিশ ব্যাটসম্যানরা। একে একে ফিরে যান মুরে কমিনস, জেমস ম্যাককলাম ও অধিনায়ক বালবির্নি। তবে চতুর্থ উইকেটে দারুণ এক প্রতিরোধ গড়েন হ্যারি টেক্টর ও কার্টিস ক্যাম্ফার। ৭৪ রানের জুটি গড়ে বিপদমুক্ত করেন দলকে।
তবে ১২২ থেকে ১২৪- ৩ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে আইরিশরা। অভিষেক টেস্টে হাফসেঞ্চুরি করা টেক্টরকে ১২২ রানের মাথায় বোল্ড করেন মেহেদী হাসান মিরাজ। এরপরই তাইজুলের জোড়া আঘাত। ফিরে যান পিটার মুর ও ক্যাম্ফার। তবে লোরকান টুকারের ৩৭ ও শেষদিকে মার্ক অ্যাডারের ৩২ রানে দুইশ ছাড়ানো রান তোলে আইরিশরা।
বাংলাদেশের হয়ে ৫৮ রানে ৫ উইকেট নেন তাইজুল। দুইটি করে উইকেট এবাদত হোসেন ও মিরাজের। একটি উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম।