Shadow

শাহ্আলী থানা ছাত্রলীগের আরিফ হোসেন রাব্বির বৃক্ষ রোপণ

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

আমাদের বাণী ডেস্ক, ঢাকা;  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ উপলক্ষে সারা দেশে বৃক্ষ রোপণ করবে বাংলাদেশ ছাত্রলীগ। মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ এর স্লোগান “মুজিববর্ষের আহ্বান ৩ টি করে গাছ লাগান”। মুজিব শতবর্ষ উদযাপন হিসেবে ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আগামী ৩ মাস (আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র) সময়ের মধ্যে কমপক্ষে ৩টি গাছ যার মধ্যে ফলজ বনজ ও ভেষজ প্রজাতির গাছ লাগানোর কথা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

এরই ধারাবাহিকতায় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের শাহ আলী থানা ছাত্রলীগের আরিফ হোসেন রাব্বি  ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম হোসেন ও  সহ-সভাপতি কাজী রুবেলের দিক নির্দেশনায়  কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে  মঙ্গলবার (২৯ জুন ২০২০) সকালে  বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেছেন।

  ইফতার ও নামাজের সময় যাত্রাপথে বাসের বিরতি বাধ্যতামূলক করার দাবি

এ সময় উপস্থিত ছিলেন শাহ্আলী থানা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা। (বিজ্ঞপ্তি)

আমাদের বাণী ডট কম/৩০জুন ২০২০/পিপিএম

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •