জিয়াউল হক জুয়েল, শেরপুর প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় বাল্যবিয়ে, যৌতুক, মাদক প্রতিরোধ ও ভিক্ষাবৃত্তি নিরুৎসাহ করতে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে টিফিনবক্স বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নকলা উপজেলা প্রশাসনের উদ্যোগে ইসলামনগর সাইলামপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।

আলোচনায় প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে দেশকে বাল্যবিয়ে, যৌতুক, ভিক্ষাবৃত্তিতে নিরুৎসাহকরণ ও মাদকমুক্ত সমাজ গড়তে হবে। তিনি আরও বলেন, দুর্নীতি, ঘুষ ও অনিয়মের বিরুদ্ধে সরকারি নির্দেশনা মোতাবেক আমরা কাজ করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা তারিন, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহ নেওয়াজ, ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান বদ্দি, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আমাদের বাণী/আ-আ-হ-মৃধা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।