প্রায় তিন মাস যাবৎ মরণ ব্যাধি নামের গ্যাংগ্যারেজ রোগে আক্রান্ত হয়েছে জালাল শেখ (৫২)। তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কবিরপুর ডাউল মিল (চরপাড়া) এলাকার মৃত কিয়ামদ্দিন শেখের ছেলে।
মাস তিনেক আগে বাম পায়ে সামান্য আঘাত লেগে কেটে যায়, এরপর আস্তে আস্তে ক্ষত স্থানে পচন ধরে। এক পর্যায়ে গ্যাংগ্যারেজ রোগে আক্রান্ত হয় তিনি। পা অচল হওয়ায় ভ্যান চালানো বন্ধ থাকায় অভাবের সংসারে দু’বেলা দু’মুঠো ভাতই জোটেনা, ব্যয়বহুল চিকিৎসা খরচ জোগাবে কিভাবে? তাই বাঁচার আকুতি নিয়ে আর্থিক সহযোগিতা চেয়ে সরকারি বে-সরকারি অফিস আদালতসহ ঘুরছে মানুষের দ্বারে দ্বারে। বাঁচার আকুতি নিয়ে সকলের কাছে জালাল শেখ আর্থিক সহযোগিতা চেয়েছেন।
অসুস্থ জালাল শেখের ছোট ভাই বাদশা শেখ জানান, তার ভাইকে বাঁচাতে ও উন্নত চিকিৎসা করাতে অনেক টাকার প্রয়োজন। ইতিমধ্যে দু’একজন সামান্য কিছু আর্থিক সহযোগিতা করেছেন। তাকে বাঁচাতে সমাজের সকলকে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।
আর্থিক সহযোগিতা ও যোগাযোগ এবং বিকাশ নাম্বার (০১৭৪৯৮০৩১৮৩) ( বাদশা শেখ)।
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]