Shadow

শ্রীনগরে বাস চাপায় বৃদ্ধের মৃত্যু

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

মুন্সীগঞ্জ সংবাদদাতা; জেলার  শ্রীনগর উপজেলায় বাসচাপায় পথচারী এক বৃদ্ধ নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (০৪ জুন ২০২০)  দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কে উপজেলার হাসাড়া স্কুল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 • এলাকাবাসী জানায়, দুপুর ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মাওয়াগামী ডিএম পরিবহনের যাত্রীবাহী একটি বাস বেপরোয়া গতিতে চালিয়ে পথচারী বৃদ্ধ তাছের মোল্লাকে (৬৫) চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। নিহতের বাড়ি উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ফুলকুচি গ্রামে।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাসেদ জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

  কালুখালীর বোয়ালিয়ায় ভিজিডি কার্ডের চাল বিতরণ

আমাদের বাণী ডট কম/০৪ জুন ২০২০/সিসিপি

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •