সপ্তম শ্রেণি ১ম সপ্তাহের বাংলা এ্যাসাইনমেন্ট এর উত্তর
যৌক্তিকতা নিরুপণ:
নিচে উল্লিখিত অংশটি সাধুরীতিতে রচিত।
উপযুক্ত কারণ দেখিয়ে তার যৌক্তিকতা তুলে ধর।
সংবাদ পাইলাম, কাবুলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নহে, ইতােমধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া পেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে।
বাংলা এ্যাসাইনমেন্ট উত্তর
৭ম শ্রেণি বাংলা এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১