সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম প্রহরী নিয়োগের পরিপত্র জারি করা হয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত পরিপত্র জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো: আকরাম-আল হোসেন স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম প্রহরী পদে আউট সোর্সিংয়ের মাধ্যমে চুক্তিভিত্তিক জনবল সংক্রান্ত ইতোমধ্যে জারিকৃত সব আদেশ বাতিল করে গত ১৬ সেপ্টেম্বর ‘আউট সোর্সিংয়ের মাধ্যমে দপ্তরী কাম প্রহরী পদে জনবল সংগ্রহের নীতিমালা ২০১৯ জারি করা হয়।

এ নীতিমালা অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম প্রহরী পদে জনবল সংগ্রহ করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে মন্ত্রণালয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।