আমাদের বাণী’র স্টাফ রিপোর্টার, কবি সাংবাদিক জাহাঙ্গীর বাবুর পিতা- অবসরপ্রাপ্ত রেলওয়ে সিগন্যাল প্রকৌশলী হাজী আবদুল হক সাহেব ২৩-৪-২০১৯ এর প্রথম প্রহর১২.৩০ মিনিটে ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। আমাদের বাণী’ পরিবার মরহুমের আত্মার শান্তি কামনা করে শোক প্রকাশ করেছে।
একই দিন মঙ্গলবার বাদ আছর নামাজের জানাযা সেনবাগ পৌরসভার ৮ নং উত্তর শাহাপুর ওয়ার্ডের বায়তুল মামুর মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। মসজিদ সংলগ্ন পারিবারিক গোরস্তানে মরুহুমকে চির নিদ্রায় শায়িত করা হয়।
ধার্মিক, সৎ, ন্যায়পরায়ণ মিতভাষী হক সাহেবের ( ক্বারি সাহেব) জানাজায় বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, এতিম খানার পরিচালক, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক, দল মত নির্বিশেষে রাজনৈতিক ব্যাক্তিত্ব, নেতা কর্মী, সেনবাগ বাজারের ব্যাবসায়ী, সেনবাগ প্রেসক্লাব, সেনবাগ পাঠাগার, সেনবাগ লেখক ফোরাম, আত্বীয় স্বজন ও গ্রামবাসীরা অংশ নেন।
দীর্ঘ দিন ডায়াবেটিস, হার্ট সমস্যা, কাশি, হাঁটু গোড়ালীর ব্যাথা, দাঁতের সমস্যা,চোখের সমস্যা,পায়ে আলসার, বদ হজম সহ নানা রোগের সাথে লড়াই করে ৭৪ বছর বয়সে ইহলোক ত্যাগ করেন।
মৃত্যু কালে তিনি ৪৯ বছরের জীবন সঙ্গীনি স্ত্রী, তিন পুত্র সন্তান,এক কন্যা জামাতা,চার নাতি,চার নাতিন,তিন পুত্র বধু আত্বীয় স্বজন গুনাগ্রাহী রেখে যান।
নামাজের জানাজায় ইমামতি করেন তার ছোট ছেলে ফেনী খায়রুল উম্মাহ মাদ্রাসার প্রিন্সিপাল, পেশ ইমাম মাওলানা জাহিদুল ইসলাম মাছুম। মেঝ ছেলে মাহাবুব আলম মামুন সৌদি প্রবাসী, জেষ্ঠ্য ছেলে কবি, সাংবাদিক জাহাঙ্গীর বাবু।
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]