বিআরডিবির বাস্তবায়নাধীন ১৫টি প্রকল্প একত্রিত করে বঙ্গবন্ধু দারিদ্র দুরীকরন ফাউন্ডেশনে পরিবর্তে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তরে রুপান্তরের দাবীসহ ৭ দফা দাবী বাস্তবায়নের জন্য অবস্থান কর্মসূচী, মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছে বিআরডিবি কর্মচারী সংসদ সিবিএ পটুয়াখালী জেলা শাখা।
বুধবার সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পটুয়াখালী প্রাঙ্গনে এসব কর্মসূচী পালিত হয়। এসময় সিবিএর সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের দাবীগুলোর মধ্যে অন্যতম প্রধান দাবী বেতন ভাতা জাতীয় রাজস্বখাতের আওতায় বাজেট ভুক্ত করন।
এসময় তারা বলেন ২০১২ সালে সরকারের চুড়ান্ত সিদ্ধান্ত থাকলেও আজ পর্যন্ত কর্মচারীদের রাজস্ব খাতে অর্ন্তভুক্ত করা হয়নি। ফলে জেলার অন্তত দুই শতাধিক কর্মচারী ও তাদের পরিবার মানবেতর জীবন-যাপন করছে। অচিরেই এর সমাধানে প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেন তারা।
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]