সাভারে স্বামী পরিত্যক্তা এক নারীকে (২৩) গণধর্ষণের অভিযোগে গতকাল সোমবার থানায় মামলা হলে প্রধান আসামি রুহুল আমিনকে (৪৫) আটক করা হয়েছে। রুহুল আমিন ভোলা জেলার সদর থানার ইলিশা গ্রামের মরহুম আবু তাহেরের ছেলে।

জানা যায়, ঢাকার মিরপুর বড়বাজার এলাকার স্বামী পরিত্যক্তা নারীকে ১৭ সেপ্টেম্বর সাভারের ভাকুর্তার মুশরীখোলা এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে রুহুল আমিন ডেকে নেন মিরাজুলের বাড়িতে। পরে ওই বাড়িতে ওই নারীকে আটকে রেখে ৭-৮ জন মিলে গণধর্ষণ করে। পরে ধর্ষিতা নারী সাভার মডেল থানায় উপস্থিত হয়ে রুহুল আমিন নামের ব্যক্তিকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

পরে পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি রুহুল আমিনকে আটক করে। ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। সাভার মডেল থানা ও ভাকুর্তা ফাঁড়ি ইনচার্জ (এসআই) এনামুল হক জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।